মেলবোর্ন: গত রবিবার মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাইনাল দেখা এক দর্শক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানিয়েছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব। ৮ তারিখ এমসিজি মাঠেই টি২০ ফাইনাল হয়, এরপর ওই দর্শকের শরীরে কোবিড-১৯ জীবাণু মিলেছে।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ওই ব্যক্তি বসেছিলেন এমসিজির এন৪২ সেকশনে লেভেল ২-তে। তবে তাঁর শরীরে যে ধরনের জীবাণু ধরা পড়েছে, তা স্ট্যান্ডের অন্যান্য দর্শক-কর্মীদের শরীরে ছড়ানোর আশঙ্কা কম। ফলে রবিবার যাঁরা এন৪২-তে বসে খেলা দেখেছেন, তাঁরা তাঁদের প্রতিদিনের কাজকর্ম ঠিকমতই করতে পারেন, যদিও পরিচ্ছন্নতার দিকে জোর আরও বাড়াতে হবে। জ্বরের কোনও লক্ষণ দেখলেই যেতে হবে চিকিৎসকের কাছে।


পূর্ব পরিকল্পনামতই তাদের মাঠে বিভিন্ন ম্যাচ ও অনুষ্ঠান আয়োজন করতে চলেছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব, তবে প্রয়োজনমত তাদের রুটিন বদলাতে পারে। সাবধানতা হিসেবে যে এলাকায় ওই করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন, সে জায়গা পুরোপুরি সাফসুতরো করা হচ্ছে বলে তারা জানিয়েছে।