দুবাই: রবিবার রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে দিয়ে প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। তবে, সেক্ষেত্রে একাধিক সমীকরণের ওপর নির্ভর করছে, মর্গ্যান-বাহিনী আদৌ শেষ চারে থেকে লিগ-পর্যায় শেষ করতে পারবে কি না।


এদিনই কলকাতার শেষ লিগ ম্যাচ ছিল। অর্থাৎ, কেকেআর তার ১৪টি ম্যাচই খেলে ফেলেছে। আজকের ম্যাচের পর এই মুহূর্তে পয়েন্ট তালিকার চার নম্বরে রয়েছে কেকেআর।


ফলত, অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করছে মর্গ্যান-বাহিনীদর প্লে-অফের টিকিট। লিগ পর্যায়ে খেলা বাকি এখন দুটি। একটি দিল্লি বনাম বেঙ্গালুরু। অপরটি মুম্বই বনাম হায়দরাবাদ।


মুম্বই ইতিমধ্যেই প্লে-অফের জায়গা নিশ্চিত করে ফেলেছে। ফলে কলকাতার টক্কর এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।



এখন দেখে নেওয়া যাক কোন সমীকরণের বলে কলকাতা প্লে-অফে পৌঁছতে পারে---


যদি মঙ্গলবার হেরে যায় মুম্বইয়ের বিরুদ্ধে, তাহলে কলকাতা নিশ্চিত প্লে-অফে পৌঁছে যাবে। আর কোনও সমীকরণের প্রয়োজন নেই।


যদি হায়দরাবাদ জেতে, তাহলে চতুর্থ জায়গার জন্য ত্রিমুখী লড়াই হবে। সেক্ষেত্রে নেট রান রেটের বিচারে পৌঁছে যাবে হায়দরাবাদ, ছিটকে যাবে কলকাতা।


আবার, আরসিবি-কে ২২ তা তার অধিক রানে হারে, তাহলে কলকাতার একটা সম্ভাবনা থাকবে। অন্যদিকে, দিল্লি যদি ১৯ বা তার বেশি রানে হারে, তাহলেও কলকাতার একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে।


অর্থাৎ, যে জিতুক তাকে বড় ব্যবধানে জিততে হবে। অন্তত এমনটাই আশা করছে কেকেআর শিবির।