হুবলি, কর্নাটক: ফের প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন, সুরক্ষা বলয় ভেঙে মালা নিয়ে ঢুকে পড়ল যুবক। জাতীয় যুব উৎসব উপলক্ষ্যে কর্ণাটকের হুবলিতে প্রধানমন্ত্রীর রোড শো। স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা। 


রাস্তা দিয়ে মোদির কনভয় যাচ্ছে। পাশের ব্যারিকেডের ওপারে বহু অনুরাগী-সমর্থকের ভিড়। তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন মোদি। ঠিক তখনই এভাবেই ঢুকে পড়লেন এক যুবক।



কীভাবে ঘটল এই ঘটনা:
কর্নাটকের হুবলিতে নরেন্দ্র মোদির রোড-শো চলছিল। সেখানেই গাড়ির পাশে দাঁড়িয়ে, দরজা খুলে বাইরে জনতার উদ্দেশে নাড়ছিলেন প্রধানমন্ত্রী। তখনই হঠাৎ এক লাফ দিয়ে কনভয়ে ঢুকে পড়লেন এক যুবক, তার হাতে তখন মালা। প্রধানমন্ত্রীর প্রায় কাছাকাছি চলে এসেছিলেন ওই যুবক। তা দেখেই প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা জওয়ানেরা ধরে ফেলেন ওই যুবককে। সঙ্গে সঙ্গে তাঁকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এএনআই-এর ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির থেকে মালা নিয়ে নিলেন মোদি। তারপর সেই মালা গাড়ির বনেটের উপর রেখে দিতে দেখা যায় ভিডিওতে।           


এখনও জানা যায়নি ওই ব্যক্তি আসলে কে? কীভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়লেন। বিমানবন্দর থেকে যে রাস্তা ধরে অনুষ্ঠান স্থলের দিকে প্রধানমন্ত্রী আসছিলেন, সেই রাস্তার দুই পাশে অসংখ্য অনুরাগী দাঁড়িয়ে ছিলেন। তাঁরা সকলেই ব্যারিকেডের বাইরে ছিলেন। এই ব্যক্তি কীভাবে চলে এলেন তা জানার চেষ্টা চলছে।           


প্রধানমন্ত্রী পাচঁস্তরীয় সুরক্ষাবলয় থাকে। যেখানে সবচেয়ে বাইরের যে স্তর, অর্থাৎ সুরক্ষার পাঁচ নম্বর স্তরের দায়িত্বে থাকে রাজ্য পুলিশ।
নরেন্দ্র মোদি হুবলির (Hubballi) রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে জাতীয় যুব উৎসবের (National Youth Festival) সূচনা করবেন। সেখানে উপস্থিত থাকার কথা কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, রাজ্য়পাল থাওয়ারচাঁদ গহলৌত, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, অনুরাগ সিং ঠাকুর-প্রমুখ। অনুষ্ঠানের পরেই নয়াদিল্লি ফিরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।   


আরও পড়ুন:  পারদ নেমে যেতে পারে -৪ ডিগ্রিতে, ঠান্ডায় ইতিহাস গড়ার পথে দিল্লি