নয়াদিল্লি : অনলাইন টিকিং বুকিং নিয়ে নতুন ঘোষণা রেলমন্ত্রকের। কোনও ট্রেনের জন্য বুকিং খুলে যাওয়ার পর প্রথম ১৫ মিনিটেই IRCTC ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে রিজার্ভড জেনারেল টিকিট বুক করা যাবে। তবে মন্ত্রক এও জানিয়ে দিয়েছে যে, আধার-যাচাইকৃত ব্যবহারকারীরাই অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। এই মুহূর্তে শুধু তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়। পয়লা অক্টোবর থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে।

Continues below advertisement

মন্ত্রকের তরফে এক সার্কুলারে বলা হয়েছে, রিজার্ভেশন ব্যবস্থার সুবিধা যাতে সাধারণ ব্যবহারকারীর কাছে পৌঁছায় এবং অসাধু ব্যক্তিরা যাতে এর অপব্যবহার না করে তা নিশ্চিত করার লক্ষ্যে, ১.১০.২০২৫ থেকে, সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটের মধ্যে, সংরক্ষিত সাধারণ টিকিট ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর ওয়েবসাইট/এর অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই বুক করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Continues below advertisement