Aadhaar Card Update: স্মার্টফোনের প্রয়োজন নেই। সাধারণ ফোন থেকেই সামান্য SMS করে নিতে পারবেন একাধিক সুবিধা। আধার কার্ড (Aadhaar Card)হোল্ডারদের সুবিধার্থে এমনই সুযোগ করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
Aadhaar Card Update: এই ফোনেই হবে কাজ
নতুন এই সুবিধা পেতে ফোনে ইন্টারনেট কানেকশন না হলেও চলবে। স্মার্টফোনের বদলে সাধারণ ফোন থেকে করা যাবে এই SMS। এই এসএমএস-এর মাধ্যমেই ভার্চুয়াল আইডি তৈরি, ভার্চুয়াল আইডি উদ্ধার, আধার লক সার্ভিস, আধার আনলক সার্ভিস সবই পাওয়া যাবে। কেবল রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে হটলাইন নম্বর ১৯৪৭-এ এই SMS করলেই হবে কাজ।
Aadhaar Virtual ID কীভাবে তৈরি করবেন ?
1 এই সুবিধা পেতে প্রথমে নিজের মোবাইলের ইনবক্সে টাইপ করুন।
২ এই পর্বে GVID লিখে স্পেস দিয়ে আধার নম্বরের শেষের চার সংখ্যা লিখুন। এবার হট লাইন নম্বর ১৯৪৭-এ রেজিস্টার্ড মোবাইল নম্বর
থেকে তা পাঠিয়ে দিন।
৩ এবার ভার্চুয়াল আইডি পেতে টাইপ করুন RVID। এবার স্পেস দিয়ে শেষের চার সংখ্যার আধার নম্বর দিন।
৪ এখানে দুই পদ্ধতিতে OTP জেনারেট করা যায়। ১ আধার নম্বর দিয়ে ২ VID বা ভার্চুয়াল আইডি দিয়ে।
৫ আধার নম্বর দিয়ে OTP পেতে GETOTP লিখে স্পেস দিয়ে আধার নম্বরের শেষের চার সংখ্যা লিখুন।
৬ VID বা ভার্চুয়াল আইডি দিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ড পেতে GETOTP লিখে স্পেস দিয়ে মেসেজ বক্সের official
virtual ID-র শেষের ৬টি সংখ্যা লিখুন ও তা হটলাইন নম্বর ১৯৪৭-এ পাঠিয়ে দিন।
Aadhaar Lock Unlock: SMS-এর মাধ্যমে আধার কার্ড লক বা আনলক করবেন কীভাবে ?
নিচে আধার নম্বর ব্যবহার করে লক-আনলকের পদ্ধতি দেখানো হয়েছে।
SMS 1: GETOTP লিখে স্পেস দিয়ে আধারের শেষ চারটে সংখ্যা লিখে দিন।
SMS 2: ENABLEBIOLOCK লিখে স্পেস দিয়ে আধারের শেষ চারটে সংখ্যা লিখে স্পেস দিয়ে ৬ সংখ্যার ওটিপি লিখে দিন। যে
ওটিপি আপনি পেয়েছেন তা দিতে হবে এখানে।