নয়াদিল্লি: ডিজিটাল ইন্ডিয়ার(Digital India) যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। আপনার পরিচিতির পাশাপাশি আর্থিক সঞ্চয়ের সঙ্গে যুক্ত এই কার্ড। তাই নিত্যদিন গ্রাহকের কার্ডের খবর পেতে জাল বিছায় প্রতারকরা। কীভাবে জালিয়াতদের থেকে রক্ষা করবেন আপনার আধার কার্ড (Aadhaar Card) ? পথ দেখাচ্ছে UIDAI কর্তৃপক্ষ।


প্রতারক বা হ্যাকারকুলের থেকে আপনার আধার কার্ডকে রক্ষা করতে এখন এসেছে মাস্কড আধার আইডি ‘Masked Aadhaar ID’ বা ভার্চুয়াল আইডি Virtual ID (VID)। ১৬ সংখ্যার নম্বর প্রকাশ্যে আনলেও জানা যাবে না গ্রাহকের গোপন তথ্য। ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া-র Unique Identification Authority of India (UIDAI)-র মাধ্যমে যা সহজেই লাভ করতে পারেন আপনি।  


কী এই মাস্কড আইডি (What is a Masked Aadhaar or VID)?
নামের মধ্যেই লুকিয়ে আছে এই মাস্কড আইডির আসল কাজ। কোনও জায়গায় আধার কার্ডের গোপনীয়তা বজায় রেখেই কাজে লাগে এই আইডি। Masked Aadhaar-এর মাধ্যমে আসলে কোনও ব্যক্তি তাঁর আধার নম্বর লুকিয়ে রাখতে পারে।ই- আধার কপিতে সহজেই করা যায় এই কাজ। প্রতারকদের থেকে আপনার আধার কার্ডের গোপনীয়তা বজায় রাখতে প্রথম ৮টি সংখ্যা দেখতে দেয় না এই মাস্কড আইডি। পরিবর্তে সেখানে ‘xxxx-xxxx’ এই ধরনের কিছু দেখায়। এই ক্ষেত্রে কেবল ৪ সংখ্যা দেখা যায় সেখানে।


কেন আধার কার্ড হোল্ডারদের কাছে এটা একটা ভালো অপশন (Why Is It a Good Option)?
আপনার ফিজিক্যাল আধার কার্ডের সব নম্বর না দেখালে সবার কাছেই বৈধ এই মাস্কড আধার আইডি। তাই কোনও জায়াগায় এই আধার আইডির গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা হয় না। নিজে UIDAI কর্তৃপক্ষ আধার কার্ড হোল্ডারদের এই নম্বর দেওয়ায় আইডি নিতে বাধ্য যেকোনও প্রতিষ্ঠান। কেবল শেষের চার সংখ্যা প্রাকাশ্যে থাকায় কার্ড নিয়ে জালিয়াতি হওয়ার সম্ভাবনাও কম।


কীভাবে ডাউনলোড করবেন মাস্কড আধার আইডি(How to Download the Masked Aadhaar)
প্রথমে এই লিঙ্কটা https://eaadhaar.uidai.gov.in/ খুলুন।
এখানে আপনার ১২ সংখ্যার আধার আইডি কার্ড নম্বর লিখুন।
তৃতীয় ধাপে ‘I want a masked Aadhaar’অপশনে ক্লিক করুন।
এবার আপনাকে যাচাইয়ের জন্য ক্যাপচা ভরিফিকেশন কোড জমা করতে হবে।
এই পর্যায়ে এসে ‘Send OTP’অপশনে ক্লিক করুন।
শেষে আপনার ই-আধার কপি ডাউনলোড করে নিন।


আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি


আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি


আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'