মুম্বই: আধার কার্ড রয়েছে। কিন্তু ফোন নম্বর বদলেছেন। ভাবছেন নতুন নম্বর আধার কার্ডের সঙ্গে কীভাবে লিঙ্ক করবেন ? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সেই সমস্যার মুশকিল আসান করেছে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু ফোন নম্বর বদলালে তা ফের লিঙ্ক করাতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় আধার কার্ড হোল্ডারদের। সেক্ষত্রে অনলাইন ও অফলাইন দু’ভাবেই নতুন নম্বরকে নিজের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে পারবেন প্রত্যেকে। আধার কার্ডের যাবতীয় আপডেট পেতে যাতে কোনও সমস্যার মুখে না পড়তে হয়, তার জন্যই ভাবনা চিন্তা করেছে ইউআইডিএআই।


 


যেভাবে অনলাইনে আধার কার্ডে নতুন নম্বর লিঙ্ক করবেন



  • মোবাইল নম্বর আপডেট করতে প্রথমেই ইউআইডিএআই ওয়েব পোর্টাল খুলুন

  • যেই নম্বর আপনি লিঙ্ক করাতে চান, সেই নম্বর লিখুন ও উপযুক্ত বক্সে ক্যাপচা টাইপ করুন।

  • সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে নির্দিষ্ট ওটিপি নম্বরটি টাইপ করে প্রসিড বটনে ক্লিক করতে হবে।

  • এরপর অনলাইন আধার সার্ভিস অপশনে বিভিন্ন ক্যাটাগরি দেখা যাবে। যেমন নাম, ঠিকানা, লিঙ্গ, ই মেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি। এ ক্ষেত্রে মোবাইল নম্বর আপডেটের অপশনে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করুন।

  • নতুন মোবাইল নম্বর সাবমিট করার পরই একটি নতুন পেজ খুলে যাবে। যেখানে নির্দিষ্ট ক্যাপচা লিখুন। ফের একবার ওটিপি নম্বর পাঠানো হবে উল্লিখিত নম্বরে।

  • এরপর ‘সেভ অ্যান্ড প্রসিড’ বটনে ক্লিক করতে হবে।   


 


অফলাইনেও এই কাজটি করতে পারবেন আধার কার্ড প্রাপকরা। সেক্ষেত্রে স্থানীয় পার্নামেন্ট এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার করেকশন ফর্ম ফিল আপ করতে হবে। সেই নির্দিষ্ট ফর্মেও নতুন নম্বরটি উল্লখ করতে হবে। এরপর ভেরিফিকেশন অফিসার একটি স্লিপ দেবে সেখানে আপডেট রিকোয়েস্ট নম্বর বলে একটি অপশন থাকবে। এই নম্বরটি আধার কার্ডের প্রতি মুহূর্তের স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এছাড়াও যে কোনো রকম অনুসন্ধানের জন্য ১৯৪৭  ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার টোল ফ্রি নম্বরেও কল করা যাবে।