নয়াদিল্লি: কার্ডে ১২ সংখ্যা দেখেই আধার ভেবে নেবেন না। পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করার আগে যাচাই করে নিন।নতুবা প্রতারকদের হাতে পড়ে যেতে পারেন আপনিও। আধার কার্ড নিয়ে সতর্ক করতে এমনই বার্তা দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।


সম্প্রতি আধার কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সতর্কীকরণ ট্যুইট করেছে UIDAI। যেখানে বলা হয়েছে, কার্ডে ১২ ডিজিটের নম্বর দেখেই তাকে আধার কার্ডের নম্বর বলে গ্রহণ করবেন না। হতে পারে, প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন আপনি। তাই কারও আধার কার্ড নেওয়ার আগে দুটি পদক্ষেপের মাধ্যমে কার্ডের বিষয়ে জেনে নিন।


দেশের বর্তমান পরিস্থিতি বলছে, পরিচয়পত্র হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথি। যা এখন পরিচয়পত্র ছাড়াও সরকারি প্রকল্প লাভের আবশ্যিক হাতিয়ার।আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত হওয়ায়, দেশবাসীর আর্থিক লেনদেনের সঙ্গেও জড়িত এই কার্ড। যা নিয়ে সম্প্রতি প্রতারণার অভিযোগ আসে আধার কর্তৃপক্ষের কাছে। এরপরই নড়েচড়ে বসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ট্যুইট করে দেশবাসীকে সতর্ক করে তারা।


কীভাবে যাচাই করবেন আধার নম্বর ?


আধার কার্ডের নম্বরের সত্যতা যাচাই করতে অনলাইন ভেরিফিকেশনের পথেই হাঁটতে হবে।https://resident.uidai.gov.in/verify লিঙ্কে ক্লিক করে দুটো সাধারণ স্টেপ নিতে হবে কার্ড 
হোল্ডারদের। প্রথমে যে ১২ সংখ্যার আধার কার্ড নিয়ে আপনার মনে সন্দেহ তৈরি হয়েছে, সেই নম্বর দিন। এবার ক্যাপচা পূরণ করে ক্লিক বাটনে প্রেস করুন। যাচাই করে নিন আধার নম্বর। নম্বর সঠিক হলে সামনের স্ক্রিনে দেখতে পাবেন অথেনটিক নম্বর। আধার কর্তৃপক্ষে যাচাই করতে না পারলে বুঝে যাবেন আপনার সঙ্গে প্রতারণা হয়েছে।  


তবে এই প্রথমবার নয়। বরাবরই সোশ্যাল মিডিয়ায় প্রতারণা থেকে বাঁচতে সতর্ক করে আধার কর্তৃপক্ষ। সম্প্রতি অনলাইনে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেটের উপায় জানায় (UIDAI)। তারা বলে, আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে গেলে যেতেই হবে কাছের আধার কেন্দ্রে। অনলাইনে মোবাইল নম্বর আপডেট করতে দিতেই হবে বায়োমেট্রিক প্রমাণ। কোনও পোস্ট বা নিজেই অনলাইনের মাধ্যমে করা যাবে না এই কাজ।