এদিন ২০১৯ এর সাধারণ বাজেটের পাশাপাশি রেল বাজেটও পেশ করবেন নির্মলা। এই রীতিরও চল শুরু হয়েছে ২০১৬ থেকে। তার আগে পর্যন্ত রেল বাজেট পেশ হত আলাদা দিনে। সকাল ১১টা ভাষণ শুরু নির্মলার। গতকাল তিনি যে আর্থিক সমীক্ষা পেশ করেছেন, তাতে বলা হয়েছে, ২০১৮-১৯বছরেও ভারত দুনিয়ার সবচেয়ে দ্রুত বৃদ্ধি হওয়া অর্থনীতিই রয়েছে, যদিও জিডিপি বৃদ্ধির হার ২০১৭-১৮ বছরের ৭.২ শতাংশ থেকে কিছুটা হ্রাস পেয়ে ২০১৮-১৯ বর্ষে হয়েছে ৬.৮ শতাংশ। ব্রিফকেস ছেড়ে নির্মলা ধরলেন ‘বই-খাতা’, পশ্চিমী ভাবনার দাসত্ব ছাড়ার পরিচয়, বললেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা
Web Desk, ABP Ananda | 05 Jul 2019 10:50 AM (IST)
এদিন ২০১৯ এর সাধারণ বাজেটের পাশাপাশি রেল বাজেটও পেশ করবেন নির্মলা। এই রীতিরও চল শুরু হয়েছে ২০১৬ থেকে। তার আগে পর্যন্ত রেল বাজেট পেশ হত আলাদা দিনে।
নয়াদিল্লি: প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসাবে ২০১৯ এর বাজেট ভাষণ পড়তে যাচ্ছেন। তার আগে এতদিনের চেনা ছবি বদলে নতুন রীতি চালু করলেন নির্মলা সীতারামন। এপর্যন্ত বাজেটের দিনের সকালে অর্থমন্ত্রীদের হাতে দেখা যেত ব্রিফকেস। আজ নির্মলার হাতে তার পরিবর্তে ছিল ‘বই-খাতা’। তিনি নিয়ে আসেন একটি চার ভাঁজ করা লাল কাপড়ে মোড়া ব্যাগ। তাতে রিবন দিয়ে বাঁধা জাতীয় প্রতীক। ব্রিটিশ জমানার প্রথা বাতিল করা নিয়ে বলতে গিয়ে সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে সুব্রহ্মন্যম বলেন, সীতারামনের বিশ্বাস, চামড়ার তৈরি সামগ্রী কোনও বড় অনুষ্ঠানের ক্ষেত্রে শুভ নয়। তাই তিনি চামড়ার ব্যাগ এড়িয়ে লাল কাপড়ে মোড়া বই-খাতা হাতে তুলে নিয়েছেন। এটা ভারতীয় ঐতিহ্যের অঙ্গ। পশ্চিমী ভাবনার দাসত্ববৃত্তি থেকে বেরিয়ে আসার পরিচয়। এটা বাজেট নয়, বহি-খাতা।