নয়াদিল্লি: আধার-প্যান কার্ড লিঙ্ক থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, সেপ্টেম্বর থেকেই সাধারণ জনজীবেনে প্রভাব ফেলতে পারে বেশ কিছু পরিবর্তন। মাস শুরু হওয়ার আগেই জেনে নেব, নতুন নির্দেশের নিয়মাবলী।
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক(PAN-Aadhaar linking)
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যোগ বাধ্যতামূলক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কেউ নির্দিষ্ট সময়ের পরও এই কাজ না করলে লেনদেনের ক্ষেত্রে সমস্যা হবে। এমনিতে একদিনে অ্যাকাউন্টে ৫০,০০০টাকার বেশি জমা করতে প্যান নম্বর থাকা বাধ্যতামূলক।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি(LPG Cooking Gas Prices)
ফের সেপ্টেম্বরের শুরুতে আরও একবার বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। টানা দু-মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে কোম্পানিগুলি। তাই নতুন করে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। অগাস্টের ১৮ তারিখ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বেড়েছিল ২৫ টাকা। এর আগে জুলাই মাসে ২৫টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের।
আধার-পিএফ লিঙ্ক বাধ্যতামূলক(Aadhaar-PF linking)
সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে এই নিয়ম। UAN (Universal Account Number)-এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে নিয়োগকারীর টাকা ঢুকবে না প্রভিডেন্ট ফান্ডে। সম্প্রতি পিএফ সদস্যদের সুবিধার্থে নতুন নিয়ম এনেছে Employees' Provident Fund Organization (EPFO)। সোশ্যাল সিকিউরিটি কোড ১৪২-তে পরিবর্তন করেছে সংগঠন। মূলত, কর্মীদের সুবিধার জন্যই এই কাজ করা হয়েছে।
GSTR-1 Filing Guidelines
গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্কের ক্ষেত্রেও এই মাস থেকেই জারি হচ্ছে নতুন নিয়ম। Goods and Service Tax Network (GSTN)-এর তরফে বলা হয়েছে, এবার থেকে নিয়ম মেনে GSTR-1 ফাইল করতে গেলে Rule-59(6) সেন্ট্রাল জিএসটি রুল মেনেই সবকিছু জমা দিতে হবে। নতুন নিয়ম অনুসারে কোনেও ব্যক্তি GSTR-3B ফর্ম ফিলআপ না করে থাকলে তিনি GSTR-1 ফাইল করতে পারবেন না।