নয়াদিল্লি : আধারের তথ্য আনা যাবে না প্রকাশ্যে। ওয়েবসাইট, নোটিস বোর্ড, সোশ্যাল মিডিয়ায় তোলা যাবে না গ্রাহকের গোপন নথি।অন্যথায় অপরাধযোগ্য সাজা পেতে হবে কর্তৃপক্ষেকে। সম্প্রতি কোম্পানি, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান ছাড়াও সব দফতরকে সতর্ক করে এই বার্তা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।


আধার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, কোনও ব্যক্তির আধারের তথ্য একান্তই তাঁর ব্যক্তিগত। তা প্রকাশ্যে আনা উচিত নয়। নোটিস বোর্ড, সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে আধার কার্ডের নাম, ফোন নম্বর, ঠিকানা দেওয়া আইনত অপরাধ। কোনও স্কুল, কলেজ, দফতর, কোম্পানি এই ধরনের কাজ করলে তাদের সাজা পেতে হবে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, অনেক ক্ষেত্রেই আধার গ্রাহকের তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে। অজান্তেই যার মাশুল গুনতে হচ্ছে আধার কার্ড হোল্ডারদের। এই পরিস্থিতি থেকে গ্রাহকদের সুরক্ষিত করতেই নতুন এই ট্যুইট করেছে UIDAI কর্তৃপক্ষ। তবে এই প্রথমবার নয়। প্রায়শই দেশের নাগরিকদের আধারের বিষয়ে সচেতন করতে সক্রিয় ভূমিকা নেয় 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া'। 



সম্প্রতি UIDAI-এর তরফে জানানো হয়েছে, এবার থেকে স্থানীয় ভাষায় ফোন করা যাবে আধারের হেল্পলাইনে। ইংরেজি, হিন্দি ছাড়াও মোট ১৩টি ভাষায় পাওয়া যাবে ফোন করার সুবিধা। সম্প্রতি ট্যুইট করে এই খবর জানিয়েছে আধার কর্তৃপক্ষ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, আধার কার্ড নিয়ে কোনও প্রশ্ন থাকলে '১৯৪৭' টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে। বাংলা, অসমিয়া, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালায়লম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু ও ইংরেজিতে হেল্পলাইনে ফোন করতে পারবেন গ্রাহক। 


এ ছাড়াও রয়েছে help@uidai.gov.in-এ মেল করার সুবিধা। ফোনের ক্ষেত্রে সোম থেকে শনিবার সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত করা যাবে ফোন। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত থাকবে এই হেল্পলাইনে ফোন করার সুবিধা। এ ছাড়াও রয়েছে ২৪ ঘণ্টা আইবিআরএস সাপোর্ট।