অভিজিৎ চৌধুরী, মালদা: আধার কার্ড সংশোধন ও নাম তোলার হিড়িক। মালদার ইংরেজবাজার ডাকঘরে লাইনে দাঁড়ানো ঘিরে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন।

সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে দেশজোড়া বিতর্কের আবহে আধার কার্ড সংশোধন ও নতুন নাম তোলার জন্য আজ কয়েক হাজার মানুষ ভিড় করেন মালদার ইংরেজবাজারের সদর ডাকঘরের সামনে। আগের রাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। লাইনে দাঁড়ানো ঘিরে শুরু হয় হুড়োহুড়ি, ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। একটি মাত্র কাউন্টারে আধার কার্ডের কাজ চলছিল! তার জেরে ভোগান্তি আরও বাড়ে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের। কেউ ছেলে কোলে আসেন, আবার কেউ কাজকর্ম ফেলে রেখে লাইনে দাঁড়িয়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু, তারপরেও সংশোধনের জন্য অনেককেই ফের আসতে বলা হয়।

ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। ডাকঘর কর্মীদের সঙ্গেও পুলিশের বচসা বেধে যায় । যদিও মালদা প্রধান ডাকঘরের আধিকারিক শ্যামল ঘোষ জানিয়েছেন, মানুষ অনেক রাত থেকে আসছে, তাঁরা মাইকিং করছেন, সাধ্যমতো ব্যবস্থা করেছেন। কাউন্টার বাড়িয়ে যত রাত হোক কাজ চলবে।

সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে আধারের লাইন ঘিরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ইংরেজবাজার শহরের কেন্দ্রস্থল।