কর্ণাটকের বন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ‘বান্দিপুর টাইগার রিজার্ভে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানের জন্য শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। যেখানে পর্যটকরা যান না, সেখানে শুটিং চলবে। গতকাল শুটিং হয়েছে। আজ ও বৃহস্পতিবার একজন করে বিশেষ অতিথিকে নিয়ে ৬ ঘণ্টা শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। আজ রজনীকান্ত এবং বৃহস্পতিবার অক্ষয় কুমারকে নিয়ে শুটিং। এই শুটিং কোন জায়গায় হবে, সে বিষয়ে কাউকে জানানো হয়নি। বিশেষ নিরাপত্তায় শুটিং চলছে। এর জন্য পর্যটন ব্যাহত হবে না। জঙ্গলে টহলদারিও রোজকার মতোই চলবে।’
গত বছর উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিং করেন মোদি। গত ১২ অগাস্ট সেই পর্বটি দেখানো হয়। টেলিভিশনের ইতিহাসে দর্শকের হিসেবে রেকর্ড গড়ে এই পর্বটি। রজনীকান্তের পর্বটিও বিপুল দর্শককে আকৃষ্ট করবে বলে মত টেলিভিশন বিশেষজ্ঞদের।