আমদাবাদ: গুজরাত উপকূলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। শেষ খবর পাওয়া পর্যন্ত গুজরাত উপকূলের দক্ষিণে ২৮০ কিমি দূরে রয়েছে ‘বায়ু’। আগামীকাল দুপুরে গুজরাতের বেরাবাল থেকে দ্বারকার মধ্যে কোনও জায়গায় অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে ‘বায়ু’।  ঝড়ের গতিবেগ থাকতে পারে ১৫৫ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে। মাটিতে আছড়ে পড়ার পর সৌরাষ্ট্র ও কচ্ছের দিকে এগোতে পারে ‘বায়ু’। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে পূর্বাভাসে এমনই জানানো হয়েছে।


ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে গুজরাত সরকার। ইতিমধ্যেই দেড় লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১০টি জেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫০টি দলকে গুজরাতে পাঠানো হয়েছে। প্রতিটি দলে ৪৫ জন করে উদ্ধারকারী আছেন। ভারতীয় সেনাবাহিনীর ১০ কলম জওয়ানকে তৈরি রাখা হয়েছে। এছাড়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ, হেলিকপ্টারও তৈরি রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ ও আগামীকাল ১০টি জেলার সব স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেছেন, ‘ঘূর্ণিঝড় বায়ুর কবলে পড়া ব্যক্তিদের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। সরকার ও স্থানীয় প্রশাসন প্রতি মুহূর্তে সব তথ্য দিচ্ছে। মানুষের কাছে আমার আর্জি, খবরের দিকে চোখ রাখুন।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি রাজ্য প্রশাসনকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ১০টি জেলা থেকে তিন লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিম রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১৬টি ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হচ্ছে। কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের সব বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে।