পোর্ট ব্লেয়ার: বাংলাদেশি সন্দেহে উত্তর আন্দামান দ্বীপ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা ভুয়ো নথি তৈরি করে অবৈধভাবে এদেশে বসবাস করছিল বলে পুলিশ জানিয়েছে।
গতকাল সন্ধেয় দিগলিপুর এলাকা থেকে ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা সবাই পুরুষ। দিগলিপুর থানার এসএইচও মহেশ যাদব এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, দিগলিপুর একটি পর্যটনকেন্দ্র।
যাদব জানিয়েছেন, ধৃতরা দাবি করেছিল যে, তারা পশ্চিমবঙ্গ থেকে এসেছে। দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে রেশন কার্ড ও ভোটার কার্ড দেখায়। কিন্তু সেগুলি জাল।
ধৃতদের উত্তর আন্দামান থেকে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন এসএইচও।