সালফোর্ট: পেরিয়ে এসেছেন দুটি বিশ্বযুদ্ধ। তাঁকে কাবু করতে পারেনি ১৯১৮-র স্পেনীয় মহামারীও। করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কয়েক ঘন্টার মধ্যেই মারা গেলেন ১০৮ বছরের বৃদ্ধা। ব্রিটেনে সবচেয়ে পুরনো নাগরিক হিলডা চার্চিল।


মঙ্গলবার করনোভাইরাসের সামান্য কিছু লক্ষণ নিয়ে চিকিৎসাধীন হন হিলডা। শনিবার পরীক্ষায় তাঁর শরীরে ধরা পড়ে কোভিড ১৯-এ অস্তিত্ব। এর ২৪ ঘন্টার মধ্যেই মারা যান বৃদ্ধা। সালফোর্টে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন হিলডা।


শেষ পাওয়া খবর অনুযায়ী ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০০০-এরও বেশি নাগরিক। ভাইরাস বাসা বেঁধেছে ১৭০০০ এরও বেশি ব্রিটিশের শরীরে। সূত্রের খবর, হিলডাই ব্রিটেনের প্রবীণতম করোনা আক্রান্ত।


সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হিলডার নাতি অ্যান্থনি চার্চিল বলেছেন, ‘আমরা চিকিৎসার সুযোগ বা সময় কোনওটাই পেলাম না। এক সপ্তাহ পরেই, এপ্রিলের ৫ তারিখ জন্মদিন ছিল ঠাকুমার। আমরা ভীষণ আগ্রহী ছিলাম তাঁর জন্মদিন পালন করবো বলে। এই বিপর্যয় কল্পনা করিনি।’


স্পেনীয় মহামারীর পর কাজের খোঁজে সালফোর্টে চলে এসেছিলেন হিলডা, জানান অ্যান্থনি। ১৯১৮-র সেই স্পেনীয় মহামারীতে মারা গিয়েছিলেন হিলডার বোন।