সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটাররাও করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন। বিসিসিআই-এর পক্ষ থেকেও ৫১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অন্য জগতের তারকারাও পিছিয়ে নেই। তবে অক্ষয় একাই ২৫ কোটি টাকা দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন। সবাই তাঁর এই মহৎ আচরণের প্রশংসা করছেন।
এখন তুমিই আমার নায়ক, অক্ষয়কে বললেন হার্দিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2020 02:32 PM (IST)
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটাররাও করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন।
NEXT
PREV
মুম্বই: করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করায় বলিউড তারকা অক্ষয় কুমারের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য হার্দিক পাণ্ড্য ও যুজবেন্দ্র চাহল। হার্দিক ট্যুইটে অক্ষয়ের উদ্দেশে লিখেছেন, ‘এরপর থেকে তুমিই আমার বাস্তব জীবনের নায়ক। তোমার জন্য শুধু শ্রদ্ধা।’ চাহল ইমোজির মাধ্যমে অক্ষয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটাররাও করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন। বিসিসিআই-এর পক্ষ থেকেও ৫১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অন্য জগতের তারকারাও পিছিয়ে নেই। তবে অক্ষয় একাই ২৫ কোটি টাকা দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন। সবাই তাঁর এই মহৎ আচরণের প্রশংসা করছেন।
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটাররাও করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন। বিসিসিআই-এর পক্ষ থেকেও ৫১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অন্য জগতের তারকারাও পিছিয়ে নেই। তবে অক্ষয় একাই ২৫ কোটি টাকা দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন। সবাই তাঁর এই মহৎ আচরণের প্রশংসা করছেন।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -