নয়াদিল্লি: দেশে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশঃ বাড়ছে, তখন বাড়িতে বসে রামায়াণ দেখার ছবি ট্যুইট করে ট্রোলড কেন্দ্রীয তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তীব্র ব্যঙ্গের মুখে তিনি ট্যুইট মুছে দেন।

দূরদর্শনে ফের শুরু হয়েছে রামায়ণের সম্প্রচার। গতকাল সকালে বাড়ির ড্রইংরুমে হাল্কা মেজাজে বসে সেই সম্প্রচারই দেখছিলেন জাভড়েকর। সেই ছবি তিনি ট্যুইট করেন। এরপরেই শুরু হয় সমালোচনা। অনেকেই লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের সমস্যার কথা উল্লেখ করে জাভড়েকরকে তীব্র ব্যঙ্গ করেন। এরপরেই ওই ট্যুইট মুছে দিয়ে বাড়িতে বসেই মন্ত্রকের কাজ করছেন বলে জানিয়ে অন্য একটি ট্যুইট করেন তিনি।