রাঁচি: ফের বিস্ফোরণ, ফের টার্গেট সিআরপিএফ ও রাজ্য পুলিশ। ঝাড়খণ্ডের সেরাইকেলা খাড়সাওয়ান জেলায় আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এতে ১১ জন জওয়ান আহত হয়েছেন।
আজ ভোর ৫টা নাগাদ সিআরপিএফের কোবরা বাহিনী ও রাজ্য পুলিশ কুচাই এলাকার জঙ্গলে অপারেশন চালাচ্ছিল। ছিল কোবরার ২০৯ নম্বর ব্যাটেলিয়ন। সে সময় ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা একটি আইইডি বিস্ফোরণ ঘটে। এরপর গুলি চালাতে শুরু করে নকশালরা, জওয়ানরাও জবাব দেন।
বিস্ফোরণে কোবরা বাহিনীর ৮ জওয়ান ও ৩ পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের হেলিকপ্টারে করে রাঁচি নিয়ে আসা হয়েছে।
ঝাড়খণ্ডে ফের বিস্ফোরণ নকশালদের, আহত ১১ জওয়ান
ABP Ananda, Web Desk
Updated at:
28 May 2019 10:21 AM (IST)
আজ ভোর ৫টা নাগাদ সিআরপিএফের কোবরা বাহিনী ও রাজ্য পুলিশ কুচাই এলাকার জঙ্গলে অপারেশন চালাচ্ছিল। সে সময় ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা একটি আইইডি বিস্ফোরণ ঘটে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -