নয়াদিল্লি: এ বছরের শুরুতেই অন্তত ১৩০০ রোহিঙ্গাকে ভারত থেকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় আধিকারিকরা এ খবর দিয়েছেন। আর মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠার পরেও এভাবে তাদের ফেরত পাঠানোয় সরকারের বিরুদ্ধে নিন্দায় মুখর হয়েছে দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলি।

রাষ্ট্র সঙ্ঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনকে সম্মান না করার অভিযোগ করেছে। ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ জানিয়েছে, এ মাসের ৩ তারিখ থেকে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের গতি বেড়েছে। আজ ১৭ তারিখ পর্যন্ত ৩০০ রোহিঙ্গা পরিবারের অন্তত ১৩০০ সদস্য ভারত থেকে বাংলাদেশ পৌঁছেছেন। এই কোঅর্ডিনেশন গ্রুপে রাষ্ট্র সঙ্ঘের নানা এজেন্সি যেমন রয়েছে, তেমনই রয়েছে বিদেশি মানবাধিকার সংস্থাগুলি। তারা জানিয়েছে, নতুন আসা এই রোহিঙ্গাদের রাষ্ট্র সঙ্ঘের ট্রানজিট কেন্দ্রগুলিতে রাখা হয়েছে, রাষ্ট্র সঙ্ঘের শরণার্থী কমিশন জানিয়েছে, এই শরণার্থীদের ব্যাপারে জানে তারা।

বাংলাদেশ পুলিশ সীমান্ত টপকে আসা এই রোহিঙ্গাদের কক্সবাজারে পাঠিয়ে দিয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই কক্সবাজারে রয়েছে বিশ্বের সবথেকে বড় শরণার্থী শিবির।