এইমস সূত্রে খবর, বিজেপি সভাপতির বুকে রক্ত জমেছে। তাঁর শ্বাসকষ্টও হচ্ছে। আজ রাত ৯টা নাগাদ তিনি এইমসে পৌঁছন। তাঁকে পুরনো প্রাইভেট ওয়ার্ডে রাখা হয়েছে। এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল বিজেপি সভাপতিকে দেখছেন। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত অমিত শাহ, ভর্তি এইমসে
Web Desk, ABP Ananda | 16 Jan 2019 10:22 PM (IST)
নয়াদিল্লি: সোয়াইন ফ্লু হয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের। আজ তিনি নয়াদিল্লির এইমসে ভর্তি হয়েছেন। ট্যুইটারে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন বিজেপি সভাপতি। তিনি হিন্দিতে লিখেছেন, ‘আমার সোয়াইন ফ্লু ধরা পড়েছে। এর চিকিৎসা শুরু হয়েছে। ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের সবার শুভকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব।’