পাকুড়: ঝাড়খণ্ডের পাকুড় জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৭ জনের। আহত হয়েছেন ২৬ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।


বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের পাকুড় জেলার অমড়াপাড়া থানা এলাকার পেডারকোলা গ্রামে গোবিন্দপুর-সাহিবগঞ্জ রাজ্য সড়কে। একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বাসটি দেওঘর জেলার জশিডি থেকে সাহিবগঞ্জের বারহরওয়ায় যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড সংঘর্ষের জেরে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। গ্যাস কাটার দিয়ে বাসটির বিভিন্ন অংশ কেটে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপিছু এক লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।


প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘ঝাড়খণ্ডের পাকুড়ে বাস দুর্ঘটনায় আমি দুঃখিত। এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পাকুড়ে দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’


রাষ্ট্রপতি ট্যুইট করে জানিয়েছেন, ‘ঝাড়খণ্ডের পাকুড়ে লিট্টিপাড়া-অমড়াপাড়া সড়কে ঘটা পথ দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিজনদের সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছি।’


এসডিপিও অজিত কুমার বিমল জানিয়েছেন, আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে রেফার করা হয়।