ভোপাল:  মাত্র '১১ সেকেন্ডে' ১০০ মিটার দৌড় শিবপুরী জেলার ১৯ বছরের এক তরুণের! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি  ভিডিওতে এমনই দাবি করা হয়েছে। ভিডিও ভাইরাল হওযার পর ওই তরুণকে আমন্ত্রণ জানাল মধ্যপ্রদেশ সরকার।


নারওয়ার গ্রামের কৃষক পরিবারের রামেশ্বর গুর্জর নামে ওই তরুণকে ভিডিওতে খালি পায়ে দৌড়তে দেখা গিয়েছে। তার ওই দৌড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ভিডিও দেখার পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী জিতু পাটওয়ারি তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।জনসংযোগ বিভাগের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। মন্ত্রীর দাবি, ভালো সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ পেলে ওই তরুণ ‘৯ সেকেন্ডে’ ১০০ মিটার দৌড়তে পারেন। ওই আধিকারিক বলেছেন, রামেশ্বর নামে ওই তরুণ দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্যের অভাবে কলেজে যেতে পারেননি তিনি।

২০০৯- এ পুরুষ বিভাগে ১০০ মিটার দৌড়ের প্রতিযোগিতায় ৯.৫৮ সেকেন্ড সময় করে বিশ্ব রেকর্ড গড়েছেন  জামাইকার উসেন বোল্ট। এক্ষেত্রে জাতীয় রেকর্ড দখলে রয়েছে আমিয়া কুমার মালিকের। অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, ২০১৬-তে ১০.২৬ সেকেন্ড সময়ে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েন আমিয়া।