কার্তিকের বিলে আরও দেখা যাচ্ছে, একেকটি অমলেটের দাম নেওয়া হয়েছে ৮৫০ টাকা করে। এ বিষয়ে এখনও হোটেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ব্যঙ্গ করছেন। মুম্বইয়ের হোটেলে দু’টি সেদ্ধ ডিম ১,৭০০ টাকা! রাহুল বসুর পর মাত্রাতিরিক্ত বিলের শিকার লেখক কার্তিক ধর
Web Desk, ABP Ananda | 12 Aug 2019 11:46 AM (IST)
কার্তিকের বিলে আরও দেখা যাচ্ছে, একেকটি অমলেটের দাম নেওয়া হয়েছে ৮৫০ টাকা করে।
মুম্বই: কিছুদিন আগেই চণ্ডীগড়ের একটি হোটেলে অভিনেতা রাহুল বসুর কাছ থেকে দু’টি কলার দাম নেওয়া হয়েছিল ৪৪২ টাকা। সেটা নিয়ে দেশজুড়ে হইচই হয়। হোটেলটির ২৫,০০০ টাকা জরিমানাও হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুম্বইয়ের একটি হোটেলে লেখক ও চিত্রগ্রাহক কাছ থেকে দু’টি সেদ্ধ ডিমের জন্য নেওয়া হল ১,৭০০ টাকা। তিনি ট্যুইটারে বিলের ছবি দিয়ে রাহুলকে ট্যাগ করে লিখেছেন, ‘আমাদের কি আন্দোলন করা উচিত?’