নয়াদিল্লি: বিশ্বব্য়াপী ত্রাস, আতঙ্কের মধ্যেই ভারতে করোনা ভাইরাসের হানা দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় সরকার। নতুন করে দুজনের নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পজিটিভ ঘটনার উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আক্রান্ত একজন দিল্লির, আরেকজন তেলঙ্গানার।
এই নিয়ে ভারতে এই মারণ ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মোট ৫টি ঘটনার খবর মিলল। আগের তিনজনের চিকিত্সা চলছে। প্রেস বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দিল্লির করোনা ভাইরাস রোগীর ইতালি সফর করেছিলেন বলে জানা গিয়েছে। তেলঙ্গানার আক্রান্ত ব্যক্তি দুবাই গিয়েছিলেন। দুই রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল ও তাঁদের ওপর নজরদারি চলছে বলে জানা গিয়েছে।
জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কেরলে তিনটি করোনা ভাইরাস সংক্রমণের নিশ্চিত খবর মেলে। তিনজনই ছাত্র, গিয়েছিলেন মহামারীর চেহারা নেওয়া সাম্প্রতিক করোনাভাইরাসের মূল উত্সভূমি চিনের উহানে। যদিও তিনজনই চিকিত্সায় সেরে ওঠার পর ছাড়াও পেয়েছেন হাসপাতাল থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অবশ্য এই পরিস্থিতিতে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের ২১টি বিমানবন্দর, ১২টি সমুদ্র বন্দর ও ৬৫ট ছোটখাট বন্দরে যাত্রীদের স্ক্রিনিং অর্থাত্ পরীক্ষা করা হচ্ছে। এপর্যন্ত মোট ৫,৫৭, ৪৩১জন যাত্রীকে বিমানবন্দরে পরীক্ষা করা হয়েছে। ছোট-বড় সমুদ্রবন্দর মিলিয়ে ১২৪৩১ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার জন্য ২৩টি নমুনা পাঠানো হয়েছে, সেগুলির ফলের অপেক্ষা করা হচ্ছে। তবে চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও কয়েকটি দেশে বিশেষ দরকার না পড়লে সফর করা থেকে বিরত থাকার পরামর্শ দিতে পারে কেন্দ্র। আরও কিছু দেশে যাত্রার ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভারতীয়দের বিনা প্রয়োজনে চিন, ইরান, কোরিয়া, সিঙ্গাপুর, ইতালি সফরে না যাওয়ার পরামর্শ দিচ্ছি। আমরা ইতিমধ্যেই আগাম প্রস্তুতি নিয়েছি। অন্য দেশগুলির ওপর নজর রাখছি। আমাদের কোনও সিদ্ধান্ত সংশোধন করা, তাতে নতুন সংযোজন ঘটানো বা কোনও বিশেষ দিশায় গুরুত্ব দিতে হবে কিনা, সেটাও আলোচনা করছি।
এদিকে বিদেশেও করোনাভাইরাসের দাপট বাড়ছে। ইরান থেকে আরও ১২ জনের করোনাভাইরাসে মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে মোট ৬৬জনের এই রোগে মৃত্যু হল সেদেশে।
আইসল্যান্ডেও তিনজনের করোনাভাইরাসে সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে।
সোমবার আমেরিকায় এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর খবর এসেছে। এক বিবৃতিতে সিয়াটল এ্যান্ড কিং কাউন্টি জানিয়েছে, রবিবার এক সত্তরের কোঠায় পৌঁছনোর ব্যক্তি মারা গিয়েছেন। শুক্রবার মারা যান ৫০ বছর বয়সি একজন। দুজনেরই চিকিত্সা চলছিল হাসপাতালে।
করোনায় দেশে আক্রান্ত আরও ২, সরকার তৈরি, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, চিন, ইরান, কোরিয়া, সিঙ্গাপুর, ইতালি সফরে না যাওয়ার পরামর্শ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2020 05:14 PM (IST)
জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কেরলে তিনটি করোনা ভাইরাস সংক্রমণের নিশ্চিত খবর মেলে। তিনজনই ছাত্র, গিয়েছিলেন মহামারীর চেহারা নেওয়া সাম্প্রতিক করোনাভাইরাসের মূল উত্সভূমি চিনের উহানে। যদিও তিনজনই চিকিত্সায় সেরে ওঠার পর ছাড়াও পেয়েছেন হাসপাতাল থেকে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -