নয়াদিল্লি: মার্চে করোনাভাইরাস অতিমারী হিসেবে ঘোষিত হয়। পরের ৯ মাস-- অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে রেকর্ড সংখ্যক সন্তানের জন্ম হবে বলে পূর্বাভাস ইউনিসেফের। তাদের অনুমান, এই সময় ভারতে প্রায় ২ কোটি সন্তান ভূমিষ্ট হবে।


রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ এই সংগঠনের সতর্কবাণী, বিশ্ব অতিমারীর সময়ে অন্তঃসত্ত্বা মহিলা এবং জন্ম নেওয়া শিশুরা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ও পরিষেবা ব্যাঘাতের ফলে বিপদের সম্মুখীন হতে পারে।


বুধবার ইউনিসেফ জানিয়েছে, কোভিড-১৯ এর ছায়াতলে বিশ্বে প্রায় ১১.৬ কোটি শিশু জন্মাবে। প্রসঙ্গত, গত ১১ মার্চ কোভিড-১৯ কে অতিমারী হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেই তারিখ থেকে ৪০ সপ্তাহ পর্যন্ত যে শিশু জন্মগ্রহণ করবে, তাদের ওপর এই পূর্বাভাস করা হয়েছে।


ওই সমীক্ষা অনুযায়ী, অতিমারী ঘোষণা হওয়ার পর ৯ মাস পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক শিশু জন্মগ্রহণ করবে ভারতে। আনুমানিক ২.০১ কোটি শিশু ১১ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে ভারতে জন্ম নেবে।


ভারত ছাড়া, আর যে দেশে অধিক শিশু জন্মাবে সেগুলি হল-- চিন(১.৩৫ কোটি), নাইজিরিয়া (৬৪ লক্ষ), পাকিস্তান (৫০ লক্ষ, ইন্দোনেশিয়া (৪০ লক্ষ), মার্কিন যুক্তরাষ্ট্র (৩৩ লক্ষ)।


ইউনিসেফ বলেছে, এই দেশগুলিতে এমনিতেই শিশু মৃত্যুর হার বেশি। তার ওপর এখন কোভিড-১৯ পরিস্থিতি যোগ হলে, সেই প্রবণতা আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে। সংস্থা আরও দাবি করেছে, কোভিড-১৯ সংক্রমণের ফলে যে কন্টেইনমেন্টের পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফলে অন্তঃসত্ত্বা মহিলাদের ঝুঁকি ও বিপদ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।