নয়াদিল্লি: ২০০২ গুজরাত দাঙ্গায় গণধর্ষণের শিকার হওয়া বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাঁকে চাকরি ও একটি বাড়ি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এই সবই দিতে হবে ২ সপ্তাহের মধ্যে।

এ বছরের ২৩ এপ্রিল শীর্ষ আদালত বিলকিস বানোকে ক্ষতিপূরণ স্বরূপ ৫০ লাখ টাকা ও পুনর্বাসন দিতে গুজরাত সরকারকে নির্দেশ দেয়। ক্ষতিপূরণ না পেয়ে ফের শীর্ষ আদালতে যান বিলকিস। এবার আদালত বলেছে, ২ সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।

গুজরাত সরকারের আইনজীবীর বক্তব্য ছিল, ক্ষতিপূরণের অর্থ অত্যন্ত বেশি, কমিয়ে ১০ লাখ করা হোক। কিন্তু তা মানতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। এর আগে রাজ্য সরকার ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ টাকা দেয় বিলকিসকে।

গোধরা পরবর্তী দাঙ্গায় গণধর্ষণের শিকার হন ২১ বছরের বিলকিস। তাঁর ৩ বছরের মেয়েও খুন হয়ে যায় দাঙ্গায়।