নয়াদিল্লি: নির্ভয়া মামলায় অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফের জটিলতা তৈরি হল। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ক্ষমার আর্জি খারিজ করে দিলেও, ফের একই আবেদন জানিয়েছে সাজাপ্রাপ্ত অক্ষয় ঠাকুর। তার দাবি, আগের আবেদনে সব তথ্য ছিল না।


অন্যদিকে, অপর এক সাজাপ্রাপ্ত পবন কুমার গুপ্ত যে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে তার শুনানি হবে। ফলে মঙ্গলবার ফাঁসির সাজা কার্যকর হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফের পিছিয়ে যেতে পারে ফাঁসি।

এর আগে আইনি জটিলতায় দু’বার পিছিয়ে গিয়েছে ফাঁসি। নির্ভয়ার পরিবারের অভিযোগ, দোষী সাব্যস্ত হওয়া চারজন নানা বাহানায় বারবার ফাঁসি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন মহল থেকে দ্রুত সাজা কার্যকরের দাবি উঠেছে। কিন্তু তারপরেও আইনি জটিলতা অব্যাহত। পবন এতদিন কিউরেটিভ পিটিশন দাখিল করেনি। গতকাল সে এই আর্জি জানিয়েছে। অক্ষয়ও ফের ক্ষমাপ্রার্থনা জানাল। ফলে এই মামলায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়েই চলেছে।