মেঘালয়ে নাগরিকত্ব সংশোধনী আইন, ইনার লাইন পারমিট নিয়ে বৈঠকে সংঘর্ষ, মৃত ১, ৬ জেলায় বন্ধ মোবাইল ইন্টারনেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Feb 2020 02:20 PM (IST)
এরই মধ্যে গতকাল মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে মেঘালয়ে ইনার লাইন পারমিট কার্যকরের অনুরোধ জানান সাংমা।
শিলং: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও ইনার লাইন পারমিট নিয়ে বৈঠক চলাকালীন সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার ইছামতী অঞ্চল। খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যদের সঙ্গে অ-আদিবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৬ জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল বৈঠক চলাকালীন সংঘর্ষ শুরু হয়। খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন। তাঁরা একটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। অ-আদিবাসীরা পাল্টা আক্রমণ করেন। তাঁরা খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। সংঘর্ষ চলাকালীন কয়েকজন পুলিশকর্মীও জখম হন। মৃত ব্যক্তি খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্য বলে জানা গিয়েছে। এরই মধ্যে গতকাল মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে মেঘালয়ে ইনার লাইন পারমিট কার্যকরের অনুরোধ জানান সাংমা। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ইনার লাইন পারমিটের বিষয়ে প্রস্তাব পেশ করার জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে।