ফের দেওরিয়ার ছায়া? উত্তর প্রদেশের প্রতাপগড়ের শেল্টার হোমে নিখোঁজ ২৬ মহিলা
ABP Ananda, Web Desk | 09 Aug 2018 02:38 PM (IST)
প্রতাপগড়: কী চলছে দেশের শেল্টার হোমগুলিতে? বিহারের মুজফফরপুর ও উত্তর প্রদেশের দেওরিয়ায় কিশোরীদের যৌন নিগ্রহের পর প্রতাপগড়ের দুটি শেল্টার হোমেও অন্তত ২৬ জন মহিলার খোঁজ মিলছে না। একটি হোমের নাম জাগৃতি শেল্টার হোম, ঠিকানা প্রতাপগড়ের অষ্টভুজ নগর। এটি আবার চালান জেলা বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন প্রধান রমা মিশ্র। জেলা শাসক শম্ভু কুমার জানিয়েছেন, ১৫ জন মহিলার নাম ওই হোমে নথিবদ্ধ রয়েছে কিন্তু হদিশ মিলেছে মাত্র ১ জনের। হোমের ম্যানেজারের অবশ্য দাবি, বাকি মহিলারা কাজে বেরিয়েছেন। অন্যটি আচলপুরে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সত্যপ্রকাশ সিংহ জানিয়েছেন, ১৫ জন মহিলার মধ্যে ১২ জনের খোঁজ মিলছে না। জেলা শাসক জানিয়েছেন, সব মিলিয়ে ২৬ জন নিখোঁজ, তাঁদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।