রাজস্থানের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রোহিত কুমার সিংহ জানিয়েছেন, ইরান থেকে উদ্ধার করে আনা হয়েছে ১৪৯ জন মহিলা ও ১২৮ জন পুরুষকে। এয়ার ইন্ডিয়ার দু’টি বিমানে তাঁরা যোধপুর বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরেই সবার শারীরিক পরীক্ষা হয়। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় মিলিটারি স্টেশনে।
সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক কর্নেল সম্বিত ঘোষ জানিয়েছেন, ‘রাজস্থানের স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মিলিটারি স্টেশনে ইরান থেকে আসা ব্যক্তিদের রাখা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর চিকিৎসকরা সবসময় থাকছেন। তাঁরা সবাইকে পর্যবেক্ষণে রেখেছেন।’
এর আগে এ মাসের ১৫ তারিখ ইরান থেকে ২৩৬ জনকে উদ্ধার করে জয়সলমীরে আনা হয়। তাঁরা আর্মি ওয়েলনেস সেন্টারে কোয়ারেন্টিনে আছেন।