ট্রেন্ডিং

ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, অডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ

বউমাদের কথা মাথায় রেখে সোদপুরে নামী বস্ত্র বিপণিতি হয়ে গেল বৌমাষষ্ঠী

কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ!

ক্যানসারের ওষুধও জাল? বর্ধমানে জালে পান্ডা

জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, প্রবল বৃষ্টিতে হিমাচলে বন্যা পরিস্থিতি, আরও 'খারাপ' হবে পরিস্থিতি?
পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলা! জনতার হাতে আক্রান্ত আসিফা ভুট্টো জারদারি
লকডাউন চলাকালীন কোন কোন পণ্য ও পরিষেবায় ছাড়? জেনে নিন
আজ লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Continues below advertisement

Kolkata: People rush to buy vegetables ahead of the Janata curfew in the wake of deadly coronavirus, at a local market in Kolkata, Saturday, March 21, 2020. (PTI Photo/Swapan Mahapatra)(PTI21-03-2020_000258B)
নয়াদিল্লি: আজ মধ্যরাত থেকে বাড়ির বাইরে বেরোনো যাবে না। রাত ১২টা থেকে সারা দেশে লকডাউন। তবে জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্যগুলিতে ছাড় দেওয়া হচ্ছে। লকডাউনের আওতার বাইরে থাকছে ওষুধের দোকান, অ্যাম্বুল্যান্স, ক্লিনিক, ল্যাব, গ্যাস, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, ব্যাঙ্ক-এটিএম, বিমার অফিস, টেলিকম, ইন্টারনেট, কেবল সার্ভিস, তথ্যপ্রযুক্তি, অত্যাবশ্যকীয় পণ্য, মুদিখানা, রেশন দোকান, ফল-সব্জি-দুধ-মাংস-মাছ-প্রাণী খাদ্য, পুরসভার জল ও সাফাই বিভাগ, পুলিশ, দমকল, সংবাদমাধ্যম, ট্রেজারি, জেলা প্রশাসন, বেসরকারি নিরাপত্তারক্ষী, হিমঘর।
আজ লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এই লকডাউনকে একরকম কার্ফু বলা যেতে পারে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই পদক্ষেপ জরুরি ছিল। অন্তত ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন কার্যকর। ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশজুড়ে লকডাউন। এই ২১ দিন লকডাউন না মানলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। এই ২১ দিনের জন্য বাইরে বেরোনো ভুলে যান। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আগামীকাল থেকে সবার বাড়ির দরজায় সবজি, দুধ, ফল, ওষুধ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়া হবে। কারও বাজারে যাওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকার ১০ হাজার গাড়ির মাধ্যমে প্রয়োজনীয় পণ্যগুলি সরবরাহ করবে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে