আলিগড়: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী স্লোগান দেওয়ার জেরে ৩ কাশ্মীরী ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা রুজু করল পুলিশ। হিজবুল মুজাহিদিন জঙ্গি মানান বসির ওয়ানির জন্য প্রার্থনা সভা বসানোরও চেষ্টা করে এরা। পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়াদের ভারত বিরোধী স্লোগান দেওয়ার যে ভিডিও ফুটেজ সামনে এসেছে, তার ভিত্তিতে তারা এই পদক্ষেপ করেছে।


অভিযুক্ত ৩ পড়ুয়ার মধ্যে ২ জনের নাম ওয়াসিম মালিক ও আবদুল মির। তৃতীয়জনের নাম জানা যায়নি। ভিডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে অভিযুক্তদের সনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়াই খতম জঙ্গির জন্য প্রার্থনা সভা বসানোর চেষ্টা করায় ৯ ছাত্রকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে গঠিত হয়েছে ৩ সদস্যের কমিটি। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে তারা। অভিযুক্ত ৩ ছাত্রকে আগেই সাসপেন্ড করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে।

বৃহস্পতিবার কাশ্মীর থেকে আসা কয়েকজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের কেনেডি হলে ওয়ানির জন্য প্রার্থনা সভা করার চেষ্টা করে। বিশ্ববিদ্যালয় কর্মী ও ছাত্র সংগঠনের সদস্যরা এসে তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল গোলমাল হয়, শেষমেষ চলে যায় কাশ্মীরী ছাত্ররা। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশবিরোধী হওয়ার কোনওরকম আশঙ্কা আছে এমন যে কোনও কাজের ব্যাপারে জিরো টলারেন্স নীতি আছে তাদের।