শ্রীনগর: জোড়া জঙ্গি হামলা। জম্মু ও কাশ্মীরে আবার সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীদের। ঘটনাস্থল সেই উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারা। জঙ্গিদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলির লড়াইয়ে সোমবার প্রাণ হারালেন অন্তত তিন সিআরপিএফ জওয়ান। এক অজ্ঞাতপরিচয় জঙ্গি খতম হয়েছে। হান্ডওয়ারাতেই রবিবার সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজর, জম্মু ও কাশ্মীর পুলিশের এক অফিসার সহ ৫ নিরাপত্তাকর্মী নিহত হন জঙ্গিদের সঙ্গে একটানা কয়েক ঘন্টার এনকাউন্টারে। তার ২৪ ঘন্টা পেরতেই নতুন হামলা চালাল সন্ত্রাসবাদীরা।
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে প্রকাশ, শ্রীনগর থেকে প্রায় ৭৫কিমি দূরে হান্ডওয়ারার কাজিয়াবাদ, ওয়াঙ্গামে আধা সামরিক বাহিনী সিআরপিএফের একটি টহলদার দলের ওপর চড়াও হয় সন্ত্রাসবাদীরা। তীব্র গুলির লড়াই চলে দুপক্ষের। পুরো এলাকা সিল করে জঙ্গিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
পাশাপাশি বদগামে একটি বিদ্যুত্কেন্দ্র পাহারায় থাকা সিআইএসএফ বাহিনীর ওপরও গুলি চলে। জখম হন এক জওয়ান।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জোড়া জঙ্গি হামলা, কাশ্মীরের বদগাম, হান্ডওয়ারায় হত তিন সিআরপিএফ জওয়ান, জখম ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2020 08:14 PM (IST)
হান্ডওয়ারাতেই রবিবার সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজর, জম্মু ও কাশ্মীর পুলিশের এক অফিসার সহ ৫ নিরাপত্তাকর্মী নিহত হন জঙ্গিদের সঙ্গে একটানা কয়েক ঘন্টার এনকাউন্টারে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -