জম্মু: জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় সন্ত্রাসবাদী, নিরাপত্তাবাহিনী এনকাউন্টারে প্রাণ হারাল ৩ জয়েশ-ই-মহম্মদ সদস্য। এক ডিএসপি সহ জখম হলেন ১২ নিরাপত্তা জওয়ান।
গতকাল এক পুলিশ দলের ওপর গুলি চালিয়ে গা ঢাকা দিয়েছিল সন্ত্রাসবাদীদের একটি দল। পরদিনই সংঘর্ষের বলি হল কয়েকজন।
পুলিশ সূ্ত্রের খবর, রিয়াসির কাকরিয়ালে ঝাজ্জর কোটলি জঙ্গল এলাকায় কর্ডন করে তল্লাসি অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। দলে ছিলেন সিআরপিএফ, পুলিশ ও সেনা জওয়ানররা। সেখানকার একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবরের ভিত্তিতে সেদিকে এগচ্ছিল বাহিনী। বাড়ির কাছাকাছি যেতেই শুরু হয় গুলির লড়াই। বাড়ির ভিতরে আটকে পড়া জঙ্গিরা ঝাঁকে ঝাঁকে গুলি চালায়। পাল্টা গুলি চালান জওয়ানরা। গতকাল শুরু হওয়া অভিযানে গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিদের সন্ধান পেতে ড্রোন, চপার ব্যবহার করেন তাঁরা। ২ জয়েশ জঙ্গি নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়। ডিএসপি মোহন লাল সহ ১২ নিরাপত্তাকর্মী জখম হন। ৬ জন সিআরপি-র, তিনজন পুলিশকর্মী। আহতদের কাটরার হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীরা তরন নালা এলাকায় আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ট্রাকে চেপে কাঠুয়া দয়ালচকে ঢুকেছিল। পুলিশ বিবৃতিতে বলেছে, গতকাল সকালে জম্মু-শ্রীনগর ন্যাশনালল হাইওয়েতে ডোমেইল এলাকায় পুলিশের ফ্লাইং স্কোয়াড জম্মু থেকে শ্রীনগরগামী একটি ট্রাককে দাঁড়াতে বলে। আচমকা সেই ট্রাকের ভিতর থেকে তিন জঙ্গি গুলি চালাতে থাকে। তারা জঙ্গলে ঢুকে পড়ে। তাদের খোঁজেই তল্লাশি অভিযান শুরু হয়।