লখনউ: কানপুর থেকে ধরা পড়ল হিজবুল মুজাহিদিন জঙ্গি। গ্রেফতার হওয়া ৩৭ বছর বয়সি কামার-উজ-জামা অসমের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশের ডিজিপি ও পি সিংহ। হিজবুলের সক্রিয় সদস্য কামারের গণেশ চতুর্থীতে হামলার প্ল্যান ছিল বলে দাবি করেন তিনি। যদিও তিনি বিশদে কিছু জানাননি এ ব্যাপারে। তড়িঘড়ি ডাকা সাংবাদিক বৈঠকে পুলিশকর্তাটি কানপুরের চাকেরি এলাকা থেকে কামারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। বলেন, তদন্ত চলছে এ ব্যাপারে। এখানকার ধর্মীয় পরিবেশ নষ্ট করতে বা অন্য কোনও উদ্দেশ্যে ও এখানে এসেছিল কিনা, সেটা তদন্তের অঙ্গ।
কানপুর পুলিশ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সাহায্যে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন স্কোয়াড তাকে গ্রেফতার করে জানা গিয়েছে। গত ৮-১০ দিন ধরে তারা কামারের গতিবিধির ওপর নজর রাখছিল। তার মোবাইল ফোন ঘেঁটে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে, সে রেকি করছিল।
ডিজিপি বলেন, ও সোস্যাল মিডিয়ায় তত্পর ছিল, গত এপ্রিলে একে-৪৭ রাইফেল হাতে নিজের ছবিও পোস্ট করেছিল। সেটি ভাইরাল হয়। তারপর থেকেই আমাদের নজর ছিল ওর ওপর। ২০১৭-য় পাকিস্তানে ট্রেনিং নিতে গিয়ে হিজবুলে নাম লেখায় কামার। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সে বিদেশেও কাটিয়েছে।

কামার কম্পিউটার গুলে খেয়েছে, তবে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় উতরোতে পারেনি বলে জানান ডিজিপি। বলেন, ওর কাদের সঙ্গে যোগাযোগ আছে, টাকাপয়সার উতস কী, জানার চেষ্টা চলছে।