শ্রীনগর: নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। তার আগে আজ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হল তিন জঙ্গি। তাদের মধ্যে এক পাক নাগরিকও আছে বলে খবর। গুলির লড়াই শেষ হওয়ার পর বিস্ফোরণে ৬ জন নিরীহ ব্যক্তিরও মৃত্যু হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘জঙ্গিদের লুকিয়ে থাকার বিষয়ে নির্দিষ্ট খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লারু অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় জঙ্গিরা গুলি চালায়। এরপরেই শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তারক্ষীদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। আমাদের অনুরোধ উপেক্ষা করে অভিযান শেষ হওয়ার পরেই সেখানে যান সাধারণ নাগরিকরা। সেই সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও পাঁচ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরেই স্থানীয় যুবকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভ থামাতে বলপ্রয়োগ করেন নিরাপত্তারক্ষীরা। অন্তত ২৪ জন জখম হয়েছেন।’
নিরীহ ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কুলগামের সিপিএম বিধায়ক এম ওয়াই তারিগামি। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। রাজ্যপালের উপদেষ্টা কে বিজয় কুমার ও ডিজিপি দিলবাগ সিংহও নিরীহ ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, পুলিশ নিরাপত্তা সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাজনাথ। তিনি উপত্যকা ও পাকিস্তান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক।
রাজনাথের কাশ্মীর সফরের আগে কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ১ পাক নাগরিক সহ ৩ জঙ্গি, বিস্ফোরণে মৃত্যু ৬ নিরীহ ব্যক্তির
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2018 04:31 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -