মুম্বই: রাস্তাঘাটের অবস্থা নিয়ে মহারাষ্ট্র সরকারকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের স্ত্রী অম্রুতা ফঢ়ণবীশ। রাস্তায় ছোট-বড় গর্ত এবং যানজট নিয়ে মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, যানজটেই বেশিরভাগ সময় কেটে যাওয়ার ফলে লোকজন পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। ফলে অনেক পরিবারই ভেঙে যাচ্ছে।
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে রাস্তাঘাট নিয়ে প্রশ্নের জবাবে অম্রুতা বলেছেন, ‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, যখনই রাস্তায় বেরোই তখনই ভাঙাচোরা রাস্তা ও যানজট দেখতে পাই। এর ফলে মানুষজন পরিবারকে সময় দিতে পারেন না। মুম্বইয়ে যত বিবাহ বিচ্ছেদ হয়, তার ৩ শতাংশের জন্য এই অবস্থাই দায়ী।’
অম্রুতার এই কটাক্ষের জবাবে মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর পাল্টা বলেছেন, ‘বিজেপির লোকজন এখন এই ধরনের মন্তব্য করছেন। লোকজন এই ধরনের মন্তব্যে বিরক্ত।’
ট্যুইট করে অম্রুতাকে কটাক্ষ করেছেন শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী। তাঁর ট্যুইট, ‘দিনের সেরা অযৌক্তিক মন্তব্যের পুরস্কার পাচ্ছেন এই মহিলা যাঁর দাবি, রাস্তায় যানজটের জন্যই মুম্বইয়ে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে। মস্তিষ্ককে বিরতিতে পাঠানো বদলে দয়া করে কিছুদিন ছুটি নিন। বেঙ্গালুরুর পরিবারগুলিকে অনুরোধ, দয়া করে এটা পড়বেন না। না হলে আপনাদের বিয়েতে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।’
প্রতিবার বর্ষাতেই ডুবে যায় মুম্বই। রাস্তাঘাটে তখন আটকে পড়ে গাড়ি, এমনকী রেললাইনও চলে যায় জলের তলায়। মুম্বইয়ের রাস্তার এই অবস্থা নতুন নয়। রাস্তাঘাট নিয়ে সাধারণ মানুষের অভিযোগ নতুন নয়। কিন্তু রাস্তার অবস্থা বদলাচ্ছে না। সেটা নিয়েই মহারাষ্ট্রের জোট সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। তাঁকে পাল্টা আক্রমণ করেছে শিবসেনা ও কংগ্রেস। এই বিষয়টি নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। তবে এই রাজনৈতিক চাপানউতোরে মুম্বইয়ের রাস্তার অবস্থার কোনও বদল হচ্ছে না। রাজনীতির বদলে সাধারণ মানুষের চাহিদা রাস্তার অবস্থার উন্নতি।