নয়াদিল্লি:  আফগানিস্তানে ভূমিকম্প। কেঁপে উঠল পাকিস্তানও। কম্পন টের পাওয়া যায় জম্মু কাশ্মীর, পাঞ্জাব, দিল্লি ও নয়ডাতেও। ৯ টা ৪৬ নাগাদ কেঁপে ওঠে ভূস্বর্গ। জানা গিয়েছে , রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭। ৮-৯ সেকেন্ড ধরে অনুভূত হয় কম্পন। স্থানীয়রা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে। 


কম্পনের উত্সস্থল ইসলামাবাদ থেকে ১৮৯ কিলোমিটার দূরে আফগানিস্তান। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেখানে। তবে এদেশে এখনও তেমন কোনও ক্ষতির খবর মেলেনি। জানা যায়নি, প্রাণহানির কথাও। 


 


 






গত ১৭ জানুয়ারিই পশ্চিম আফগানিস্তানে জোড়া ভূমিকম্প হয়। তাতে বহু জনের মৃত্যু হয়। সবথেকে ক্ষতিগ্রস্ত হয় কাদিস জেলা। তিন ঘণ্টার ব্যবধানে দুবার কেঁপে ওঠে কাদিস। প্রথমবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। যার ধাক্কায় একাধিক বাড়ি ভেঙে পড়ে। তাতে মৃত্যু হয় ছাব্বিশ জনের। জখম হন বেশ কয়েকজন। গতবছর অক্টোবরেই পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়। ২০-র বেশি মানুষের মৃত্যু হয় তাতে। আহত হয় তিনশোরও বেশি। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভোররাতে কেঁপে ওঠে দক্ষিণ পাকিস্তানের একাংশ। কোয়েটা, হারনাই, জিয়ারাট-সহ বালুচিস্তান প্রদেশের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভোররাতে ঘুমের মধ্যেই চাপা পড়ে অনেকের মৃত্যু হয়।