কোল্লম: ওমান থেকে দেশে ফিরে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে যেখানে ইচ্ছা ঘুরে বেড়িয়েছেন। এবার সরকারি আইসোলেশন থেকেও পালানোর চেষ্টা করলেন এক যুবক। তিনি এক নার্সকে জখম করার চেষ্টা করেন। তবে শেষপর্যন্ত তাঁর পক্ষে আইসোলেশন থেকে পালানো সম্ভব হয়নি। পুলিশ তাঁকে ধরে ফেলে।

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কেরলের কোল্লমে। ৩৮ বছর বয়সি ওই ব্যক্তি এ মাসের ২০ তারিখ দেশে ফেরেন। কেরলের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তাঁকে ২৮ দিন ঘরবন্দি থাকার নির্দেশ দেন। কিন্তু ওই যুবক সেই নির্দেশের তোয়াক্কা না করে আত্মীয়দের বাড়ি সহ বিভিন্ন জায়গায় যান। রবিবার রাতে পুলিশের সাহায্যে তাঁকে পাকড়াও করে পূর্ত দফতরের মহিলা হস্টেলে আইসোলেশনে রাখেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

সোমবার সকালে কর্তব্যরত নার্সকে চা দিতে বলেন ওই যুবক। নার্স চা আনতে গেলে তিনি জানলা দিয়েই বাইরে থাকা এক স্বাস্থ্যকর্মীর গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন। এরপর ওই নার্স চা নিয়ে ফিরে এলে তাঁকে রড দিয়ে মারার চেষ্টা করেন তিনি। এরপর অন্যান্য কর্মীরা ছুটে এলে ধুতি ছেড়ে দ্রুত ট্রাউজার্স গলিয়ে তিনি ওই ধুতি গলায় জড়িয়ে ঝুলে পড়ে আত্মহত্যার হুমকি দেন। জানলা দিয়ে পালাতে গিয়ে তিনি জখম হন। এরপর পুলিশকর্মীরা তাঁকে ধরে ফেলেন। তাঁকে এখন মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণে রাখা হয়েছে।