ঝাঁসি: আগরা থেকে কোয়েম্বাত্তুর যাওয়ার পথে ট্রেনেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হল তামিলনাড়ুর চার তীর্থযাত্রীর। তাঁদের বয়স যথাক্রমে ৬৭, ৭১, ৭৪ ও ৮০ বছর। অত্যধিক গরমে অসুস্থ হয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও উত্তর-মধ্য রেলের ঝাঁসি বিভাগের জনসংযোগ আধিকারিক মনোজ কুমার সিংহ জানিয়েছেন, ময়নাতদন্তের পরেই যাত্রীদের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

রেল সূত্রে খবর, কেরল এক্সপ্রেসের এস-৮ ও এস-৯ কামরায় ছিলেন মৃত যাত্রীরা। ওই কামরায় থাকা অন্য যাত্রীরা জানিয়েছেন, সোমবার সন্ধেয় সংশ্লিষ্ট ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। ট্রেন ঝাঁসি পৌঁছনোর আগেই তিনজনের মৃত্যু হয়। চতুর্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরেই ঝাঁসিতে তাপপ্রবাহ চলছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে। এই গরমে ট্রেনের সাধারণ কামরায় থাকা যাত্রীরা সমস্যায় পড়েছেন। তাঁদের জন্য স্টেশনগুলিতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের জনসংযোগ আধিকারিক।