ইম্ফল: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছিল একটি হোয়াটস অ্যাপ বাগ! সেই বাগটিকে শনাক্ত করে, ফেসবুকের তরফে পুরষ্কৃত হলেন মণিপুরের এক ব্যক্তি। ২২ বছরের সিভিল ইঞ্জিনিয়র জোনেল সৌগাইজ্যাম ফেসবুক কর্তৃপক্ষের তরফে পুরষ্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ইউরোপিয়ান ডলার। সেই সঙ্গে ‘ফেসবুক হল অফ ফেম ২০১৯’ এর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই ভারতীয়র নাম।
সৌগাইজ্যামের নাম এখন ৯৪ জনের তালিকার ১৬ নম্বরে।
কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসিতে হানা দিত এই ‘বাগ’?
হোয়াটসঅ্যাপে ভয়েস কল করার সময়, এই বাগ কথা চলাকালীন কলটিকে ভয়েস কল থেকে ভিডিও কলে আপগ্রেড করার সুযোগ করে দিত কলারকে, আর সেটা ঘটত অপরপ্রান্তে থাকা রিসিভারের অজান্তেই। তার ফলে কলার সহজেই দেখতে পারতেন, রিসিভার কোথায়, কী অবস্থায় আছে! বললেন, জোনেল সৌগাইজ্যাম।
এই ম্যালওয়্যারটির কীর্তি ধরে ফেলার পরই তিনি তা ফেসবুকের সংশ্লিষ্ট টিমের নজরে আনেন। সেই রিপোর্টটি পেয়ে ফেসবুক খতিয়ে দেখার আশ্বাস দেয় ঠিক পরেরদিনই। তার ১৫-২০ দিনের মধ্যেই ফেসবুকের প্রযুক্তি দল বাগটিকে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করে।
ফেসবুক সৌগাইজ্যামের বার্তা পেয়ে তাঁকে ই-মেল মারফত পুরষ্কার দেওয়ার কথা জানায়। এ-মাসেই তিনি ‘ফেসবুক হল অফ ফেম ২০১৯’ এর তালিকায় নিজের নাম খুঁজে পান।