হায়দরাবাদ: খাদে বাস পড়ে অন্তত ৫২ জনের মৃত্যু হল তেলঙ্গনার জগতিয়ান জেলায়। মৃতদের অধিকাংশই মহিলা। আহত বহু।
জানা গিয়েছে, এদিন বেলা পৌনে ১২টা নাগাদ হায়দরাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে শনিভরাপেট গ্রাম দিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায় রাজ্য পরিবহণ নিগমের বাসটি। বাসটি কোন্দাগাট্টু থেকে জগতিয়াল যাচ্ছিল। সেই সময় তাতে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন। পুলিশের অনুমান, রাস্তায় স্পিড-ব্রেকারের পাশ কাটাতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আহতদের জগতিয়াল ও করিমনগরের হাসপাতালে ভর্তি করা হয়। তেলঙ্গনা অর্থমন্ত্রী জানান, ৫২ জন মারা গিয়েছেন। তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও পর্যন্ত ৩১ জনের পরিচয় জানা গিয়েছে।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মৃতদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দেন সরকারি আধিকারিকদের।
তেলঙ্গনায় খাদে বাস, মৃত ৫২
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2018 04:31 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -