জালোর: গতকাল রাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল রাজস্থানের জালোর। বাসে আগুন লেগে পুড়ে মারা গেলেন ৬ জন যাত্রী, আহত হয়েছেন ১৭ জন। কাল রাত সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, জালোর জেলার মহেশপুরে ঘটেছে এই দুর্ঘটনা। জালোরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর ছগন লাল গয়াল জানিয়েছেন, মান্ডোলি থেকে বেওয়ার উদ্দেশে যাত্রা করা বাসটি রাস্তা হারিয়ে ফেলেছিল। সে সময় তার ওপর ইলেকট্রিক তার এসে পড়ে। মুহূর্তে জ্বলে যায় গোটা বাস। পুড়ে মারা যান ৬ জন, ১৭ জন যাত্রী গুরুতরভাবে ঝলসে গিয়েছেন। বাস চালক ও কন্ডাক্টরের ঘটনাস্থলেই মৃত্যু হয়, হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা যান মুমূর্ষু ৪ যাত্রী। ১৭ জন আহতের মধ্যে ৭ জনকে পাঠানো হয়েছে যোধপুরের হাসপাতালে।
মহেশপুর গ্রামে দুর্ঘটনায় পড়া বাসের সব যাত্রী আজমির ও বেওয়ারের বাসিন্দা ছিলেন। ছগন লাল গয়াল জানিয়েছে, বাসটি বেওয়ার থেকে জালোরের দিকে রওনা দেয় শুক্রবার রাতে। পথে মান্ডোলির জৈন মন্দির দর্শন করে যাত্রীরা বেওয়ার ফিরছিলেন। সে সময় চালক রাস্তা গুলিয়ে ফেলেন। রাস্তা খুঁজতে খুঁজতে তাঁরা পৌঁছে যান মহেশপুর গ্রাম। তখন গলি পেরিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক তার বাসের ওপর এসে পড়ে ও তৎক্ষণাৎ তাতে আগুন লেগে যায়।
ঠিক ২ দিন আগে কর্নাটকের সেন্ট পলস স্কুলের প্রাক্তনীদের নিয়ে যাওয়া একটি মিনি বাসেও এমন দুর্ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছেন ১১ জন। ৩ দিনের জন্য গোয়া যাচ্ছিলেন এক সঙ্গে স্কুলে পড়া ওই মহিলারা, তাঁদের রিইউনিয়ন ছিল। কিন্তু ধারওয়াড়ের কাছে তাঁদের বাসের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ইতিগাত্তি গ্রামের স্বর্গ ফার্ম হাউসের কাছে হুব্বাল্লি ধারওয়াড় বাইপাস রোডে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই ট্রাক চালক ট্রাকটি অস্বাভাবিক দ্রুত গতিতে চালাচ্ছিলেন, হুব্বাল্লির দিকে যাওয়া আর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে উল্টো দিক থেকে আসা মিনি বাসটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।