গরু পর্যাপ্ত দুধ দিচ্ছে না, গবাদি পশু ব্যবসায়ীকে লাঠিপেটা করে খুন রাজস্থানে!
Web Desk, ABP Ananda | 09 Aug 2018 04:43 PM (IST)
কোটা (রাজস্থান): গরু পর্যাপ্ত দুধ দিচ্ছে না বলে যাঁর কাছ থেকে গরু কিনেছিলেন, তাঁকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রাজস্থানের বরণ জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, বুধবার জয়পুর থেকে প্রায় ২৭০ কিমি দূরে বরণ সিটিতে প্রকাশ গুজর নামে ৩০ বছরের যুবকের লাঠির ঘায়ে মারাত্মক জখম হন ধন্ননলাল গুজর নামে ৬৫ বছর বয়সি গবাদি পশু ব্যবসায়ী। তাঁকে সঙ্গে সঙ্গে প্রথমে জেলা হাসপাতালে, সেখান থেকে আবার কোটার আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে ধন্ননলালের মৃত্যু হয় বলে জানিয়েছেন বরণ সিটির পুলিশ অফিসার কালু রাম বর্মা। প্রাথমিক তদন্তে প্রকাশ, ধন্ননলালের ছেলে প্রকাশের পরিবারকে কয়েকটি গরু বিক্রি করেছিলেন। কিন্তু সেগুলি যথেষ্ট দুধ দিচ্ছে না বলে অভিযোগ করেন প্রকাশ। এ নিয়ে ধন্ননলালের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়, তাঁকে মারধর করেন প্রকাশ। পলাতক প্রকাশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।