নয়াদিল্লি: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ৭০ শতাংশ দলই ইভিএম-এর বদলে ফের ব্যালট পেপারে ভোটগ্রহণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। এমনই জানালেন কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি। বৈঠকের পর তিনি বলেছেন, ‘আজ বিজেপি একা হয়ে গিয়েছিল। ৭০ শতাংশ দলই দাবি জানিয়েছে, নির্বাচন কমিশনকে ব্যালট পেপারে ভোটগ্রহণের পুরনো ব্যবস্থা ফেরাতে হবে।’
সিংভি আরও বলেছেন, ভোটগ্রহণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার স্বার্থে বিরোধী দলগুলি অন্তত ৩০ শতাংশ বুথে ইভিএম-এর পেপার ট্রেল রাখার প্রস্তাব দিয়েছে। এছাড়া স্বচ্ছ নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা থেকে ভুয়ো ও নকল ভোটারদের নাম বাদ দেওয়ার দাবিও জানিয়েছে বিরোধী দলগুলি। নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক দলগুলির খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা থাকলেও, দলগুলির খরচের উপর কোনও নিয়ন্ত্রণ নেই। এটা বিপজ্জনক প্রবণতা।