নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনপ্রাপকদের জন্য খুব শীঘ্রই সুখবর মিলতে পারে। কারণ, খুব শীঘ্রই মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ক্ষেত্রে তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে খুব তাড়াতাড়ি। এর আগে তাঁদের অনেকেরই আশা ছিল যে, সরকার চলতি বছরের জুলাই থেকেই ডিএ বৃদ্ধি পুণর্বহাল করবে। কিন্তু তা এখনই হচ্ছে না বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে বিভিন্ন সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হতে পারে। এরফলে প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনপ্রাপক উপকৃত হবেন। 
গত ২৬ জুন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি (জেসিএম), অর্থমন্ত্রক এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি)-র আধিকারিকদের মধ্যে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। 
জেসিএমের ন্যাশনাল কাউন্সিলের জেসিএম মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ব্যাপারে একটি চিঠি জারি করেছে বলে খবর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৬ জুনের বৈঠক ইতিবাচক হয়েছে। 
উল্লেখ্য, গত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রয়েছে। করোনা ভাইরাজজনিত পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে যে প্রভাব পড়েছে, তার মোকাবিলায় তহবিল বাঁচাতে সরকার এই পদক্ষেপ নিয়েছিল। 
জানা গেছে, জেসিএম সচিব শিব গোপাল মিশ্রর দফতরের পক্ষ থেকে ওই চিঠি জারি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা সচিব ডিএ ও ডিআরের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে রাজি হয়েছেন।তবে বর্দ্ধিত ডিএ ও ডিআরের বকেয়া নিয়ে সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। 
উল্লেখ্য, গত বছর দেশে দেখা গিয়েছে করোনা ভাইরাসের প্রকোপ। সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি হয়েছিল।  এ বছর আবার করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যয় নিয়ে আসে। বর্তমানে সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ জারি রয়েছে। সেইসঙ্গে চলছে টিকাকরণের কাজ।