দর্শনী দেবীর এই মহৎ উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত। তিনি জানিয়েছেন, ‘শ্রীমতী দর্শনী দেবীর জন্য আমরা গর্বিত। তিনি যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা আমাদের সবারই অনুসরণ করা উচিত। সবার পক্ষে হয়তো ত্রাণ তহবিলে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে অন্তত কর দেওয়া উচিত। করফাঁকি দেওয়ার উপায় খোঁজা উচিত নয়।’
দর্শনী দেবীর মতো আরও অনেকেই করোনা-ত্রাণে এগিয়ে আসছেন। মুম্বইয়ে পুলিশকর্মীদের সাহায্য করার জন্য কাপকেক বিক্রি করতে দেখা গিয়েছে ৩ বছরের একটি ছেলেকে। কবীর নামে শিশুটি একটি দোকানে কাপকেক বিক্রি করে ১০ হাজার টাকা জোগাড় করতে চেয়েছিল। তবে ওই দোকানের মালিক তাকে ৫০ হাজার টাকার চেক দেন। মুম্বই পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে এই শিশুটির প্রশংসা করা হয়েছে।