নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় গঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা দান করলেন ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া হাবিলদারের স্ত্রী। এই মহিলার নাম দর্শনী দেবী (৮২)। তিনি বর্তমানে উত্তরাখণ্ডে থাকেন। স্থানীয় প্রশাসনের সাহায্যে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়েছেন।
দর্শনী দেবীর এই মহৎ উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত। তিনি জানিয়েছেন, ‘শ্রীমতী দর্শনী দেবীর জন্য আমরা গর্বিত। তিনি যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা আমাদের সবারই অনুসরণ করা উচিত। সবার পক্ষে হয়তো ত্রাণ তহবিলে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে অন্তত কর দেওয়া উচিত। করফাঁকি দেওয়ার উপায় খোঁজা উচিত নয়।’
দর্শনী দেবীর মতো আরও অনেকেই করোনা-ত্রাণে এগিয়ে আসছেন। মুম্বইয়ে পুলিশকর্মীদের সাহায্য করার জন্য কাপকেক বিক্রি করতে দেখা গিয়েছে ৩ বছরের একটি ছেলেকে। কবীর নামে শিশুটি একটি দোকানে কাপকেক বিক্রি করে ১০ হাজার টাকা জোগাড় করতে চেয়েছিল। তবে ওই দোকানের মালিক তাকে ৫০ হাজার টাকার চেক দেন। মুম্বই পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে এই শিশুটির প্রশংসা করা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা দান ১৯৬৫-র যুদ্ধে প্রাণ হারানো সেনাকর্মীর স্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2020 02:48 PM (IST)
দর্শনী দেবীর এই মহৎ উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -