দিঘা: ওজন ৯০০ কেজি। একটা মাছেরই দাম উঠল এক লক্ষ টাকা! গাড়িতে তুলতে প্রয়োজন হল ক্রেনের। সোমবার মৎস্যজীবীদের জালে ধরা পড়া এই বিশালাকার চিল শংকর মাছ নিয়েই রীতিমতো শোরগোল পড়ে গেল দিঘার মোহনায় ।


 এত বড় মাছ এর আগে কখনও জালে উঠেছে বলে মনে করতে পারছেন না মৎস্যজীবী। গভীর সমুদ্রে জালটিকে টেনে তোলার সময় রীতিমতো হিমশিম খেতে হয় জেলেদের। অবশেষে সেই বিশাল আকার মাছটি নিয়ে আসা  হল দিঘা মোহনার মাছের বাজারে।



এদিন নিলামে তোলা হলে এক স্থানীয় মৎস্যজীবী মাছটি  কিনে নেন। জানা গিয়েছে, এটি আসলে চিল শঙ্কর মাছ। যার ওজন প্রায় ৯০০ কেজি। এত বড় মাছ বাজারে আসার আগাম খবরে স্বাভাবিক ভাবেই উৎসাহ ছিল মাছ বাজারে। ব্যবসায়ী থেকে মৎস্যজীবী সবাই এই মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন।



রবিবার কাঁথির শৌলায় আল আমিন-৩ নামের ট্রলারের মৎস্যজীবীদের জালে এই বিশালাকায় মাছটি ধরা পড়ে। এই ট্রলারের মালিক কাঁথির বাসিন্দা জাহেরুন বিবি। সোমবার মাছটিকে বিক্রি করা হয়। এর আগে এত বড় চিল শঙ্কর মাছ দিঘা মোহানার বাজারে ওঠেনি বলে দাবি  মৎস্যজীবীদের।   ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এই মাছের চাহিদা রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।