ত্রিশূর: ৮০ বছরের স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার নবোতিপর বৃদ্ধ। কেরলের ভেল্লিকুলাঙ্গরায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, চেরিয়াকুট্টি নামে ওই ৯১ বছরের বৃদ্ধ চলতি সপ্তাহের গোড়ায় স্ত্রী কোচু থ্রেসিয়ার মাথায় রডের বাড়ি মেরে খুন করেন বলে সন্দেহ। এরপর নিহত স্ত্রীর দেহ পুড়িয়ে দেন।
গত ২৮ আগস্ট ওই বৃদ্ধ দম্পতির সন্তানরা থানায় নিখোঁজের ডায়েরি করেন। তাঁরা নিকটবর্তী এলাকাতেই বসবাস করেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে বৃদ্ধ দম্পতির বাড়ির চতুর্দিকে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় তদন্তকারীরা ছাইয়ের স্তুপ দেখতে পান। সেখানে পাওয়া যায় কিছু হাড়গোড়ও। পুলিশ জানতে পারে, ওই হাড় নিখোঁজ বৃদ্ধারই।
শেষপর্যন্ত পুলিশের জেরায় অপরাধের কথা কবুল করেছেন ওই বৃদ্ধ। স্থানীয় একটি আদালত অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
৮০ বছরের স্ত্রীর মাথায় রডের বাড়ি মেরে খুন, গ্রেফতার ৯১ বছরের বৃদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2018 10:43 AM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -